আলোর জীবন কাহিনী (৪র্থ পর্ব)

এই গল্পের অংশ আলোর জীবন কাহিনী

বোটানিক্যাল গার্ডেন এ পৌছে, একটা নির্জন জায়গা দেখে আমি বসলাম এবং যিষ্ণুকে ও পাসে বসতে বললাম | যিষ্ণু ইতস্তত ভাবে পাসে বসলো, এবং চারিদিকে তাকিয়ে কি যেন খুজতে লাগলো | কিছুক্ষণ পরে আমাকে প্রশ্ন করলো, “তোমার বয় ফ্রেন্ড এর কটা নাগাদ আসার কথা?” মনে মনে বেশ ভালো লাগছিল যিষ্ণুর অবস্থা দেখে, মনে হচ্ছিল ওর মধ্যে যেন একটা ঈর্ষা ভাব উকি দিচ্ছে, বললাম, “ধৈর্য ধর, জানতে পারবে |”
“তোমার বয় ফ্রেন্ড এর নাম কি, আমি তাও তো যানি না |” যিষ্ণু এক মনে বলে গেল |
আমি আস্তে বললাম, “নামে কি যায়ে আসে |”
যিষ্ণু শুনলো কি শুনলো না বুঝলাম না, বলল, “কত দিন ধরে চেন ওকে |”
“তিন বছর,” যিষ্ণুর দিকে তাকিয়ে বলে ফেললাম |

যিষ্ণু বলল, “তিন বছর, বাহ, ভালই…. তা, ও কি তোমাকে প্রপস করেছে না এখনো করেনি |”
আবার আমি যিষ্ণুর চোখে চোখ রেখে বললাম, “না, না ও আমাকে প্রপস করেছে, না আমি ওকে |”
যিষ্ণু আমার কথা শুনে বলল, “অতি সুন্দর, আজব প্রেমিক প্রেমিকা তোমরা… তা এবার কি |”
কি বলব ঠিক বুঝতে পার ছিলাম না | একটু ভেবেই বললাম, “আসলে, আমার মনে হয় ও জানেই না যে আমি ওকে ভালবাসি, তা ছাড়া আমি নিজেও নিশ্চিন্ত ভাবে জানি না ও আমাকে ভালবাসে কিনা |”
শুনে যিষ্ণু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, “তার মানে | তুমি কি বলতে চাও |”
আমি বললাম, “কোনো দিনো তাকে বলি নি |”

“হে ভগবান, তাহলে তুমি আমাকে এখানে কি করতে নিয়ে এসেছ |”
খুব ধীরে গলায়ে বললাম, “আজ আমি তাকে সব বলতে চাই, আমি তাকে বলতে চাই …… আমি তোমাকে ভালবাসি |”
যিষ্ণু পাল্টা প্রশ্ন করলো, “তা হলে তিন বছর ধরে তুমি কি করেছ |”
“অপেক্ষা….অপেক্ষায় ছিলাম সুযোগের, ওকে আমার মনের কথা জানাবার,” আস্তে আস্তে বললাম আমি |

যিষ্ণু রাগত ভাবে বলল, “তাহলে আমাকে কেন এখানে ডেকে নিয়ে এসেছ, তুমি তো ওকে একা ডেকেই সব বলতে পারতে |”
উঠে যাচ্ছিল যিষ্ণু | হাথ টা চেপে ধরলাম আর করুন দৃষ্টি তে তাকালাম ওর দিকে | ও আমার দিকে তাকালো, তার পর আস্তে আস্তে বসলো আমার পাসে |
বলল, “কিছু একটা প্রবলেম আছে তাই না | বল আমাকে সব খুলে |”

আমি চুপ করে ছিলাম কিছুক্ষণ, হে ভগবান আর কত খুলে বলব, কান্না পাচ্ছিল আমার | চোখ দিয়ে দু ফোটা জল ও গড়িয়ে পড়ল | যিষ্ণু হাথ উঠিয়েও নামিয়ে নিল |
আমি চোখ মুছে মাথা নিচু করে বললাম, “তোমাকে তো আমি সব বললাম |” বুকের ভিতর ভীষণ একটা বোঝা যেন চেপে ছিল | যিষ্ণুর দিকে তাকালাম |
ও কিছু বলছে না দেখে বললাম, “আশা করি তুমি আমাকে ঘৃনা করবে না |”

যিষ্ণু আশ্চর্য হয়ে বলল, “ঘৃনা, কেন ঘৃনা করব কেন |”
আমি বললাম, “আমি যে তোমাকে সব বলেছি |”
যিষ্ণু বলল, “হে ঠিক আছে, আমি বুঝি তোমার ফীলিংস তোমার বয় ফ্রেন্ড এর প্রতি, কিন্তু তোমাকে তো ওকেও বলতে হবে, আর আমার মনে হয় না ও পছন্দ করবে কোনো তৃতীয় ব্যাক্তি সামনে থাকুক যখন তুমি ওকে বলবে |”
আমার এবার হাসি পেয়ে গেল আর বলে ফেললাম, “যখন তোমাকে বলেছি তখন কেউ ছিল কি |”
যিষ্ণু উত্তর দিল, “না |”
“তা হলে তৃতীয় ব্যাক্তিটি কোথা থেকে আসলো |” দুষ্টুমির ছলে বলে ফেললাম |

বুঝলাম যিষ্ণু আমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলো না, বোকার মত আমার দিকে চেয়ে রইলো | তার পর বলল, “আমি কিছুই বুঝলাম না তোমার কথা |”
হেসে ফেললাম, বললাম, “চলো খিদে পেয়েছে, খাই কথাও |”
যিষ্ণুর হাথ ধরে ওকে টেনে তুললাম আর বললাম, “তুমি এত ভালো একটা চাকরি যোগার করলে কি করে বল তো | আমার তো মনে হয় তোমার একটু উপর তলা টা খালি আছে |”
“কি আমার ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন করছ |” যিষ্ণু ও হেসে বলল |

বোটানিক্যাল গার্ডেন এর বাইরেই একটা ভালো রেস্টুরেন্ট এ এক কোনে ফাকা একটা জায়গা দেখে বসলাম দুজনেই সামনাসামনি | আমিই যিষ্ণু কে কিছু জিজ্ঞেস না করে দুজনার মত খাবার অর্ডার দিলাম | যিষ্ণু চুপ করে দেখছিল | খাবার দিয়ে গেল | যিষ্ণু এবার কি ভেবে জিজ্ঞেস করলো, “তুমি কি তোমার বয় ফ্রেন্ড কে আজ আসতে বলেছিলে?”
খাবার বাড়তে বাড়তে আমি ছোট্ট করে উত্তর দিলাম, “হ্যা |”
“কটার সময় আসার কথা ওর |” যিষ্ণু প্রশ্ন করলো |
আমি বললাম, “এগারোটা |”
যিষ্ণু একবার আমার দিকে তাকালো, একবার নিজের ঘড়ির দিকে তাকালো, তার পর বলল, “তাহলে কোথায় ও |”

আমি আর থাকতে পারছিলাম না, বলে ফেললাম, “ও এখানেই আছে |”
যিষ্ণু চারি দিকে তাকাতে শুরু করলো |
রেস্টুরেন্ট টি তে, আমাদের ছাড়া তখন আর কেউ ছিল না | কাউ কে না দেখতে পেয়ে বলল, “কোথায় |”
নির্লজ্জের মতো বলে বসলাম, “এখানেই, তুমি সত্যিই একটা টিউব লাইট, আমি যাকে ভালোবাসী, সে আমার সামনে বসে আছে |”

বলে আমি চোখ বুজে মাথা নিচু করে বসে রইলাম | যা হবার হবে, যদি চলে যায়, চলে যাবে, আমি হেরে গিয়েছি, যদি থাপ্পর মারে, মারুক আর আমার জীবনের কোনো মুল্য থাকবে না |
ঠিক তখন অনুভব করলাম ওর হাথের ছোয়া, ও হাথ বাড়িয়ে আমার হাথের উপর রেখে বলল, “আলো, আমার মনেও তোমার প্রতি দুর্বলতা আছে কিন্তু প্রকাশ করতে পারছিলাম না | আমি সঙ্গে সঙ্গে আমার আঙ্গুল গুলো ওর আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে চেপে ধরলাম | আমার চোখ দিয়ে জল গড়িয়ে পরছিল | দুজনেই দুজনার দিকে তাকালাম | কেমন এক অদ্ভুত দৃষ্টি ওর, মধুর, মায়াময়, ভালবাসার দৃষ্টি | আমার গলা দিয়ে কোনো কথা বেরোলো না |

যিষ্ণু ও এক দৃষ্টি তে আমার দিকে তাকিয়ে রইলো, মুখে একটা তৃপ্তির হাসি | আমি একটা হাথ দিয়ে চোখের জল মুছলাম | আমার সব উত্তেজনা, ভয়, বুকের ভেতরের জ্বালা, পেটের মধ্যের কচলানো, সব শান্ত হয়ে গেল | পরম আনন্দে আমার শরীর জুড়িয়ে গেল | আমি হেরে যাই নি | আমাকেও কেউ ভালোবাসে | দুজনে দুজনার দিকে তাকিয়ে আছি যেন আনেক দিন পর দুই প্রেমিক প্রেমিকার দেখা হলো | যিষ্ণু আমার হাথ টা ধরেই ছিল |

হঠাত যিষ্ণু আমার হাথ টা আরো জোরে চেপে ধরল | মুখে একটা আতঙ্কের ছায়া | আমার মনে হলো, ওর মাথায় চিন্তা জেগেছে আমাদের দুজনার সম্পর্ক নিয়ে, আমরা মাসি – বোনপো | বুঝলাম ও চিন্তা করছে যে আমাদের এই সম্পর্ক আমাদের আত্মীয় রা কেউ মানবে না, সমাজ মানবে না, কাউ কে আমরা আমাদের সম্পর্কের কথা বলতে পারব না |
যিষ্ণুর দিকে তাকিয়ে বললাম, “যিষ্ণু, আমি তোমার চিন্তার কথা বুঝি | শুধু একটা কথা আমাকে সত্যি সত্যি বলো, আমি বেটে, আমার গায়ের রং কালো, এগুলো সত্যেও কি তুমি আমাকে ভালোবাসতে পারবে |”

যিষ্ণু দুই হাথ দিয়ে আমার হাথ ধরে বলল, “আমি তোমাকে ভালোবাসী কারণ তুমি ভারী সুন্দর | তোমার সৌন্দর্য টা শুধু তোমার চামড়ার রঙের মধ্যেই আছে তা নয়, তোমার সৌন্দর্য তোমার মনে, তোমার রক্তের প্রতি বিন্দুতে বিন্দুতে, তোমার হৃদয়ে, আর সেটা দেখা যায় তোমার চোখে, চোখ দিয়ে গড়িয়ে বেরোচ্ছে |”

আমি স্বর্গে ভাসতে শুরু করলাম | বললাম, “তা হলে আমাদের ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই | বর্তমান এ থাকি আর জীবনের আনন্দটা নিয়ে খুসি থাকি |”
খাবার আমাদের সামনে পরে ছিল, ঠান্ডা হয়ে গিয়ে ছিল | তাই কিছু মুখে গুজে আমরা দুজনে হাথ ধরা ধরি করে আবার বোটানিক্যাল গার্ডেন এ ঢুকলাম | আর যেন আমাদের কোনো চিন্তা ছিল না |

আমাদের একান্ত নিরালা জায়গাটিতে গিয়ে, দুজনে সামনা সামনি দাড়িয়ে, হাথ ধরে দুজনের দিকে তাকালাম | চোখ জুড়িয়ে আমি যিষ্ণু কে দেখছিলাম | যিষ্ণু ও আমাকে দেখছিল | তারপর যিষ্ণু আমাকে তার বুকের মধ্যে টেনে নিল | দুজনে জড়িয়ে ধরলাম | আমার দুদু দুটো যিষ্ণুর বুকের ছোয়া পেয়ে সক্ত হয়ে গেল |

যিষ্ণু আমার পিঠে আলতো ভাবে হাথ বোলাছিল | আমি ওকে দু হাথ দিয়ে চেপে ধরলাম | আমার মাথাটা যিষ্ণুর বুকের মধ্যে গুঁজে রেখে ছিলাম | জীবনে আজ সত্যিকারের শান্তি পেলাম | তিন বছরের তপস্যা আমার সার্থক হলো | আমি আস্তে করে মাথা উঠিয়ে যিষ্ণুর দিকে তাকালাম | যিষ্ণু আমার কপালে চুমু খেল |

আস্তে আস্তে আমার কানের লতির কাছে মুখ নিয়ে চুমু খেল, চোখে চুমু খেল, গালে চুমু খেল, তার পর ওর ঠোট টা আস্তে আস্তে আমার ঠোটের কাছে নিয়ে আসলো | আমার সারা শরীরে একটা শিহরণ অনুভব করলাম, আমার যেন আর কোনো লজ্জা বলে কিছু ছিল না, ভয়ে ও না, যেন এর জন্যই আমি অপেক্ষা করছিলাম | আমাদের ঠোটে ঠোট লাগলো, আস্তে আস্তে আমরা দুজনেই ঠোট দুটো ফাঁক করলাম, দুজনই দুজনার জীবের ডগা এগিয়ে দিলাম, জীবে জীব লাগলো, আর দুজনেই পাগলের মতন একে অপর কে জড়িয়ে চুমু খেতে লাগলাম | দুজনই দুজনার ঠোট চুষতে লাগলাম, জীব দিয়ে যেন তলোয়ার খেলা খেলছিলাম | হাথ দিয়ে একে অপরের শরীরে হাথ ঘষতে লাগলাম | অনেকক্ষণ ধরে চুমু খাবার পর, দুজনে কিছুটা শান্ত হলাম |

সূর্য অস্ত গিয়ে ছিল, সন্ধ্যা হই হই, অনিচ্ছা থাকলেও বাড়ি ফিরতে হবে | আমরা দুজনে উঠলাম, এবং বোটানিক্যাল এর গেট এর বাইরে আসলাম | যিষ্ণু কে বললাম, “কালকের তারা তারি আসবে |”
যিষ্ণু হেসে বলল, “কি কালকের ও ক্লাস বাংক করবে |”
আমি বললাম, “তোমার আর মাত্র ৫ সপ্তাহ ছুটি আছে | আমি এই ৫ সপ্তাহের প্রতিটি দিন তোমার সাথে থাকতে চাই |”
যিষ্ণু বলল, “বেশ আমার মহারানী, কালকের কখন, কোথায় দেখা হবে বল |”
আমি বললাম, “কলেজ এ না, আমার বন্ধুরা তোমার দিকে নজর ফেলেছে, ওদের নজর থেকে তোমাকে বাচাতে হবে |”
যিষ্ণু হো হো করে হাসলো আর বলল, “কি বন্ধুরা দেখেছে নাকি |”

আমি মাথা নেড়ে বললাম, “হ্যা, তুমি কাল সকাল ১০ টার মধ্যে শিয়ালদা স্টেশন এ আসতে পারবে, আমি রিসার্ভেসন কাউন্টার এর কাছে থাকব |”
যিষ্ণু বলল, “ঠিক আছে, চলো তোমাকে ছেড়ে দিয়ে আসি |”

আমি বারণ করলাম, বললাম, “দেখো, তুমি যাবে সোদপুর, আমি যাব টালিগঞ্জ. দুটো দুই দিকে | আমাকে একটা ট্যাক্সি করে দাও, আর তুমি আলাদা একটা ট্যাক্সি নিয়ে বাড়ি যাও |”

হ্যা, না, করতে করতে শেষ পর্যন্ত আমরা আলাদা ট্যাক্সি করলাম, আর যে যার বাড়িতে ফিরলাম |

বাড়িতে এসে, কাপড় চোপর পাল্টে, রান্নাঘরে মা কে সাহায্য করলাম | আজ যেন আমার মধ্যে কোনো ক্লান্তি ছিল না | মা এর প্রশ্নর উত্তরে বেশ সহজেই মিথ্যে কথা বলে দিলাম, কলেজ এ তিন টি ক্লাস হয়েছে তারপর বন্ধুরা মিলে, লাইব্রেরি তে গিয়ে বই পরছিলাম আর নোট তৈরী করছিলাম |

খাওয়া দাওয়ার পর, শুতে গেলাম, ঘরে ঢুকে বই পত্র ছড়িয়ে বসলাম, যেন কত পরছি, কারণ আমি জানি মা এক বার দেখতে আসবে | মন টা পরে ছিল যিষ্ণু চিন্তা তে | সারা টা দিন কি কি করেছি মনে পড়ল, যিষ্ণুর বোকা বোকা দৃষ্টি, যিষ্ণুর মুখে ঈর্ষার রেখা | যিষ্ণু ঈর্ষা করছিল আমার না দেখা বয় ফ্রেন্ড কে, কেন, কারণ ও মনে মনে আমাকে ভালোবেসে ফেলেছে | মনে করে খুব ভালো লাগলো | মা মাঝে এসে বলে গেল বেসি রাত না করতে | আমিও কিছু পরে লাইট অফ করে, পাস বালিশ জড়িয়ে বিছানায়ে শুয়ে পরলাম, যেন যিষ্ণু কে জড়িয়ে আছি | ঘুম চোখের থেকে উড়ে গিয়েছে | স

বাই ঘুমিয়ে গিয়েছে টের পেলাম, আমার চোখে ঘুম নেই | আমার সব ইচ্ছা পূরণ হলো, কিন্তু কোথায় যেন একটা সমস্যা উঁকি মারছিল | এর পর কি হবে জানি না | আমাদের ভবিষ্যতে কি হবে জানি না | আমার জন্য যিষ্ণু বদনাম হয়ে যাবে… না তা হতে পারে না…. তবে | অনেক চিন্তা করলাম, সমাধান খুঁজে পেলাম না | ভোর রাতের দিকে মনে হলো একটা সমাধান হয়ত আছে | তবে যিষ্ণু কে বোঝাতে হবে | পারতেই হবে আমাকে, যিষ্ণু কে বোঝাতে | কিছু পেতে গেলে যে কিছু ত্যাগ করতে হয় | মনস্থির করে নিলাম | তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পরলাম |

সকালে ঘুম থেকে উঠতে দেরী হলো | তারা তারি তৈরি হয়ে একটি গোলাপী রঙের সালয়ার কামিজ পরে সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে গেলাম | শিয়ালদা স্টেশন এ এসে দেখি যিষ্ণু আমার আগেই পৌছে গেছে | আনন্দে মনটা নেচে উঠলো | যিষ্ণু ও আমাকে দেখে যেন নিশ্চিন্ত হলো |

আমি কাছে পৌছাতেই, আমাকে বলল, “গুড মর্নিং, আসতে অসুবিধা হই নি তো |” আর গলার আওয়াজ খুব ধীরে করে বলল, “ডার্লিং |”
আমি বললাম, “সুপ্রভাত, না অসুবিধা কেন হবে” আর গলার আওয়াজ কম করে যোগ করলাম, “তুমি আমার ডার্লিং |”
“কোথায় যাবে মহারানী,” যিষ্ণু প্রশ্ন করলো |

ঠিক তখন স্টেশন এর মাইক এ ক্যানিং এর ট্রেন এর খবর জানালো, আমিও সঙ্গে সঙ্গে বললাম, “চলো ক্যানিং যাই |”
ক্যানিং এর টিকিট কেটে আমরা ক্যানিং এর ট্রেন ধরলাম | পাসাপাসি বসে খুব ভালো লাগছিল | দুজনেই অল্প বিস্তর কথা বাত্রা করছিলাম | অনুভব করলাম, যিষ্ণু একটু চিন্তিত, হয়ত আমাদের ভবিষ্যতের কথা ভেবে |

এই গল্পের পরবর্তী পর্ব

গল্পটি কেমন লাগলো এবং পরবর্তীতে কোন ক্যাটাগরির গল্প চান? কমেন্ট করে জানান। ধন্যবাদ!

Related Posts

Leave a Comment

error: Content is protected !!