আমার নাম তুশি সারোয়ার। আমি বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকি স্বামী ও আমাদের একমাত্র সন্তান ৫ বছরের রাফিনকে নিয়ে। আমার স্বামী আলম সারোয়ার, সে অস্ট্রেলিয়ায় একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে জব করে। আমাদের বিয়ে হয়েছে ৬ বছর হল। আমার স্বামীর বয়স বর্তমানে ৩৭ এবং আমার ২৯। আমার স্বামী বিয়ের আগে থেকেই অস্ট্রেলিয়া ছিল।
বিয়ের পর ৩ বছর আমি বাড়িতেই ছিলাম, আমার শ্বশুড়-শ্বাশুড়ির সাথে। যদিও তারা বলেছিলেন অস্ট্রেলিয়া চলে আসতে কিন্তু আমার নিজের কাছেই মনে হয়েছে কাজটা ঠিক হবেনা। বিয়ের পরপরই যদি চলে যাই, তবে ব্যাপারটা খারাপ দেখায়। তখন আলম ছুটি পেলেই বাংলাদেশে চলে আসত। বাংলাদেশেই আমার ছেলের জন্ম হল। আমার কলিজার টুকরা।
আমার শ্বশুড়-শ্বাশুড়ি আমাকে নিজের মেয়ের মত ভালবাসেন, কারণ তাদের কোনো মেয়ে নেই। আমার হাসব্যান্ডই তাদের একমাত্র সন্তান। আর আমার স্বামী আমাকে কতটা ভালবাসে তা বোধ হয় কোনোভাবেই বোঝানো যাবেনা। আমাদের এরেঞ্জড ম্যারেজ হলেও আমরা খুব খুশি। আলম ধূমপান করেনা, ড্রিংকস করেনা, ব্যবহার খুবই ভাল। নামায পড়ে। সবাইতো এমন একজন স্বামীই চায় জীবনসঙ্গী হিসেবে।
আমার সৌভাগ্য যে এমন একটা পরিবারব আমার বিয়ে হয়েছে। কারণ আলমদের তুলনায় আমরা গরিব ই বলা চলে। আমার শ্বশুড় সাবেক ব্যাংকার। বাংলাদেশ ব্যাংকে চাকরি করে রিটায়ার্ড হয়েছেন। ঢাকায় ৬ তলা বাড়ি। আমার হাসব্যান্ড বুয়েট থেকে পাশ করার দুই বছর পরেই অস্ট্রেলিয়ায় জব পেয়ে যায়। আর সে তুলনায় আমি নিতান্ত মফস্বলের মেয়ে। আমি যখন হনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তখন ই আমার বিয়ে হল।
যাইহোক রাফিন একটু বড় হলে শ্বশুড়-শ্বাশুড়ি দুজনই বললেন, এবার অস্ট্রেলিয়া চলে যেতে। শেষ পর্যন্ত চলেই আসি। এখানে শুরু হয় আমাদের নতুন জীবন, নতুন সংসার। আলম সকালে যায় আর সন্ধ্যায় ফিরে। রাফিনও তখন ছোট। তাছাড়া আমি এখানকার কিছুই চিনিনা, ইংরেজিও ভাল বলতে পারিনা। তাই সারাদিন ঘরেই থাকি। রান্না, ঘর গুছানো, রাফিনকে খাওয়ানো, ওর সাথে খেলা করা, টিভি দেখা এভাবেই চলতে লাগল। রবিবারে এখানে ছুটি থাকে তখন আমরা তিনজন মিলে ঘুরতে যেতাম।
একদিন খবর এল আমার শ্বশুড় খুব অসুস্থ। আমাদেরকে যেতে বলল বাংলাদেশে। আলম ঐদিন ই সব রেডি করল। প্লেনের টিকিট কাটল। কিন্তু আমার পাসপোর্ট ছিল বাংলাদেশ এম্বাসিতে। কি যেন সমস্যা হওয়ায় সেখানে আটকে ছিল পাসপোর্ট । আলম সেটা আনতে গেল। কিন্তু হাই কমিশন থেকে বলল, দুইদিন লাগবে কারণ তারা এখনো ঐ কাজ শেষ করেনি।
আমার হাসব্যান্ড খুব রেগে গেল। অনেক চেষ্টা করেও কিছু হলনা। শেষে সিদ্ধান্ত হল আলম একাই দেশে যাবে । দেশে জানানো হলে সবাই বলল, রাফিনকে নিয়ে যেতে সাথে করে। কারণ রাফিন আমার শ্বশুড়ের একমাত্র নাতি এবং তিনি রাফিনকে দেখতে চাচ্ছেন। শেষে রাফিনকে নিয়ে আলম রাতে বাংলাদেশে চলে গেল। আমি সিডনিতে একা থাকলাম।
আলম বলে গেল, বাইরে যাওয়ার দরকার নেই তুমিতো কিছু চিন না। আর কয়েকটা ফোন নাম্বার দিয়ে গেল এখানকার কয়েকজন বাঙালির, যদি কোনো সমস্যা হয় সেজন্য। আলমকে খুব চিন্তিত মনে হচ্ছিল আমাকে একা রেখে যেতে। আমি ওকে বললাম, কোনো চিন্তা করোনা। আমারও চিন্তা হচ্ছিল রাফিনেত জন্য। জন্মের পর থেকে আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকেনি ও।
এতটুকু বাচ্চা কিভাবে থাকবে মা ছাড়া। যদিও আমি জানি আলম ওকে আমার অভাব বুঝতে দিবেনা। আর আমার শ্বাশুড়িতো আছেন ই। বাংলাদেশে থাকাকালীন উনিই বলতে গেলে রাফিনকে পেলেছেন। রাফিনও দাদা-দাদীকে খুব পছন্দ করে।
পরদিন সকাল বেলা ফোন করে জানলাম আলম ও রাফিন নিরাপদে বাংলাদেশে পৌঁছেছে। আমি একটু মানসিকভাবে চিন্তামুক্ত হলাম। রাফিনের সাথে, আমার শ্বশুড়-শ্বাশুড়ির সাথে কথা বললাম। তখন শ্বশুড়ের শারীরিক অবস্থা গতকালের চেয়ে উন্নত হয়েছে।
আমি নাস্তা বানিয়ে খেয়ে, ঘর গুছালাম। তারপর টিভি দেখতে বসলাম। যেহেতু রাফিন নেই, তাই তেমন কোনো কাজও নেই। আরাম করে বসে টিভি দেখছিলাম। এমব সময় দরজায় নক পড়ল। আমি একটু অবাক হলামা। এখন তো কারো আসার কথা নয়। ডোরভিও দিয়ে দেখলাম একজন পুরুষ বাইরে দাঁড়ানো। আমি তাকে চিনতে পারলাম। তার নাম ডেল। আমার স্বামীর কলিগ ও বন্ধু। সে একজন অস্ট্রেলিয়ান। মাঝে মাঝে আলমের সাথে বাসায় আসে, গল্পগুজব করে। আমি দরজা খুললাম।
ডেল আমাকে দেখে হাসি দিয়ে বলল, “আলম কি ঘরে আছে? ও আমাকে আসতে বলেছিল। আজকে আমাদের দাবার ম্যাচ খেলার কথা। ” আজ রবিবার। সাপ্তাহিক ছুটি। মাঝে মাঝেই আলম ও ডেল দাবা খেলে। কখনো আমাদের বাসায়, কখনো ডেলের বাসায়। আলম হয়তো ওকে আজকে আসতে বলেছিল। আলম যে বাংলাদেশে গেছে সেটা সে জানত না। আমি ডেলকে ভিতরে আসতে বললাম। বাইরে থেকে চলে যেতে বললে খারাপ দেখায়, কারণ সে আমাদের পরিচিত।
ডেল সোফায় বসল। আমি ডেলকে সব বলালাম। সে খুব দু:খ প্রকাশ করল। সে চলে যেতে চায়ল, এবং বলল, কোনো প্রবলেম হলে যাতে আমি তাকে জানায়। সে আমাকে তার ফোন নাম্বার দিল। আমি তাকে জাস্ট ভদ্রতার খাতিরে বললাম, “কফি খেয়ে যাও। ” সে রাজি হয়ে গেল। আমি একটু বিরক্ত হলাম। আমি ভেবেছিলাম সে চলে যাবে।
ডেল সোফায় বসে টিভি দেখতে লাগল। আমি কফি বানিয়ে আনলাম এবং তাকে দিলাম। সে আমাকে ধন্যবাদ দিল এবং কফি খেতে লাগল। আমি তার বিপরীত সোফায় বসে আছি। ডেল বলল, তুমি খাচ্ছনা কেন কফি? তুমি কি কফি পছন্দ করোনা? আমি বললাম যে আমি কফি খাই। পরে রান্নাঘর থেকে বাকি কফিটা এনে খেতে লাগলাম। আলম আমাকে বলেছিল ডেল এর ডিভোর্স হয়ে গেছে। ডেল কফি খেতে খেতে তার জীবনের গল্প শুরু করল।
এই গল্পের পরবর্তী পর্ব
গল্পটি কেমন লাগলো এবং পরবর্তীতে কোন ক্যাটাগরির গল্প চান? কমেন্ট করে জানান। ধন্যবাদ!