আমার বন্দিনী মা (৩য় পর্ব)

এই গল্পের অংশ আমার বন্দিনী মা

মা শিখা কাকিমাকে থামিয়ে বলল – “আমি এই কথাটা ওকে বলছিলাম…. শুধু রঘুকে মনে হয়ে একটু স্বাভাবিক… বাজারে একবার গেছিলাম…. ইস কি ভাবে তাকাচ্ছিলো আমার দিকে..খুব অসভ্য এই গ্রামের লোকেরা|”

শিখা কাকিমা – “তুই একা গিয়েছিলিস কেনো বাজারে|”

মা – “একবারে গেছি আর তারপর যাওয়া হয়েনি|”

শিখা কাকিমা – “একদম যাবি না|”

শেখর কাকু – “তোমার বৌদির সাথে যা ঘটেছে ওই বাজারে শুনলে আতকে উঠবে|”

বাবা – “কি ঘটেছে?”

শিখা কাকিমা – “শুধু বলতে পারি আমার আজ আমি ঠিক মতো আছি তার কারণ হচ্ছে দীপক..”

মা – “দীপক”

শেখর কাকু – “হাসপাতালে কাজ করে , এই গ্রামের ছেলে| আমাকে তো মেরে মুখ ফাটিয়ে দিয়েছিলো|”

মায়ের চোখ গোল হয়ে গেলো – “আপনার সামনে এই সব ঘটেছে|”

বাবা – “তারপর?”

শেখর কাকু শিখা কাকিমাকে বলল – “চা টা মনে হয়ে গরম হয়ে গেছে.. নিয়ে এসো শিখা|”

শিখা কাকিমা চা আনতে চলে গেলো | সারা ঘরে একটা নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিলো | বাবা নিস্তব্ধতাটা ভাঙলো – “আপনারা পুলিশের কাছে যান নি|”

শেখর কাকু – “এখানে পুলিশ পরিবার গ্রামের লোকের হাত থেকে বাঁচে না| দীপক ছিলো বলে তোমার বৌদি সেদিন বেচে গেছিলো কিন্তু বিপদের আশংকা সব সময়ে আছে এই গ্রামে| আমাকে জীবনে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছিলোন এই গ্রামে|”

রান্নাঘর থেকে চা নিয়ে ঘরে ঢুকলো শিখা কাকিমা| চায়ের ট্রে থেকে সবাই চা নিয়ে নিশব্দে চা খেতে লাগলো| মা – “এই দুদিন আগে বাবাইয়ের এই গ্রামের এক ছেলের সাথে মারপিট হয়েছিলো| ছেলেটার কি নাম মনে পরছে না|”

শিখা কাকিমা – “শংকর…. এই গ্রামের নাম করা গুন্ডা রজত সেথের ছেলে| আমাকে রাজা বলছিলো|” (সুমন্তের ডাক নাম রাজা)

শেখর কাকু – “খুব মারাত্বক লোক এই রজত সেথ|”

মা – “বিশ্বাস করো শিখা দি এরকম নোংরা অসভ্য় লোক কোনদিনও দেখিনি”

শিখা কাকিমা- – “তুই গেছিলিস নাকি স্কুলে?”

বাবা – “আমি ওকে যেতে বারণ করেছিলাম|”

শেখর কাকু – “তুমি কি জানো জয়ন্ত ওই লোকটা এখানকার দারোগা বাবুর বউকে তুলে নিয়ে গেছিলো|”

বাবা আঁতকে উঠে বলল – “কি বলছেন?”

শেখর কাকু – “ঠিক বলছি জয়ন্ত|”

বাবা – “এখন কি উপায়ে?…কাকলিকে বাড়ি পাঠিয়ে দেবো|”

শেখর কাকু – “তুই কি পাগল হয়েছিস.. তুই তো সহজে ট্রান্সফার পাবি না… থাকতে হবে এই গ্রামে… এর থেকে বাচার শুধু একটাই উপায়ই আছে|”

বাবা – “কি?”

শেখর কাকু – “আমি দীপকের সাথে শিখার বিয়ে দিয়েছিলাম শিখার নিরাপত্তার জন্য|”

এই কথাটা শুনে আমার মা আর বাবা দুজনে একসাথে আঁতকে উঠলো| বাবা – “কি বলছেন আপনি ?”

শিখা কাকিমা – “ঠিক কথা বলছে জয়ন্ত| এছাড়া কোনো উপায়ে নেই| আজ যদি আমি আমার ইজ্জৎ নিয়ে এই গ্রামে বেচে আছি তার এক মাত্র কারণ হচ্ছে তোমার দাদার ওই সিধান্ত| শুধু গ্রামের কোনো পুরুষের স্ত্রী হলে সেই পুরুষের স্ত্রীর দিকে কু নজর দেবে না এই গ্রামের লোক|”

শেখর কাকু – “এর জন্য দীপককে আমায় পয়েসা দিতে হয়েছে|”

মা – “তাহলে গ্রামের মেয়েদের দুটো মরদ হয়ে কি করে|”

শিখা কাকিমা – “তোকে কে বলল?”

মা – “আমাদের কাজের মাসি কমলার মুখে শুনেছি”

শিখা কাকিমা – “হ্যাঁ হয়| কিন্তু শুধু গ্রামের ওই মেয়ের মরদ চাইলে হয়| দীপক কোনদিনও আমায় ছোয়নি এবং আমাকে ছুতে দেয়নি|”

শেখর কাকু – “এর জন্য একটা বিশ্বাসী লোক দরকার জয়ন্ত|”

বাবা – “আমি বিশ্বাস করতে পারছি না| আমরা এবার আসি| ”

শেখর কাকু – “রেগো না জয়ন্ত| খেয়ে যাও”

বাবা – “কাকলি ওঠো| অভিষেক কে ডাকো| আমরা বেড়াবো|”

মা উঠে পড়ল | বাবা হন হন করে বেড়িয়ে গেলো| মা আমাকে ডাকলো, আমি এমন ভান করলাম যে আমি অন্য ঘর থেকে এসেছি এবং মায়ের কাছে এসে দাড়ালাম| বাবার এই ব্যবহারে মা একটু অপ্রস্তুত হয়ে গেছিলো| কোনো রকম ভাবে বলল শিখা কাকিমা আর শেখর কাকুকে – “আসছি..তাহলে আমরা”

বাড়িতে গিয়ে বাবা গজর গজর শুরু করে দিলো – “আমি বিশ্বাস করতে পারছি না…এই লোকগুলো এরকম নোংরা মানুষিকতার লোক হবে| আর কোনদিন ওদের বাড়িতে যাবো না|”

বাড়িতে পৌছে মা বেশ চুপচাপ ছিলো| বাবার সারাদিন মেজাজ বিগড়ে ছিলো| আমাকে মা বারণ করে দিয়েছিলো রাতে খাওয়ার সময়ে সুমন্তের সাথে বেশি মেলা মেশা না করতে| রাতে নিজের ঘরে চুপ চাপ শুয়ে সুমন্তের সাথে আমার কথাবাত্রা গুলো নিয়ে ভাবতে লাগলাম| মনের মধ্যে একটা বড় প্রশ্ন জাগছিলো, সুমন্ত কি বলতে চেয়েছিলো এই বোলে কাকিমার সাথে এই গ্রামের লোকেরা অনেক নোংরা জিনিস পত্র করেছে| সেদিন রাতে আমার ঘুম আসতে দেরী হয়ে গেছিলো এবং নিজের ঘরে খাটের চারপাশে ছটফট করে যাচ্ছিলাম| হটাত মনে হলো আমার ঘরে জানলার পাশ দিয়ে একটা যেনো ছায়া চলে গেলো| বুঝতে পারলাম আমাদের বাংলোর চারপাশে কেউ যেনো ঘুরে বেড়াচ্ছে|

আমি জানলা দিয়ে উকি মেরে দেখলাম কিছু টা দুরে কেউ যেনো শাল মুড়ি দিয়ে দাড়িয়ে আচ্ছে| অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু চোখে ধরা পড়লো সেই ছায়া মূর্তির পায়ের আঙ্গুলে আংটির মতো কি যেনো একটা জ্বলজ্বল করছে| আমি ভাবলাম বাবা মাকে গিয়ে জানাই| নিজের ঘর থেকে বেড়িয়ে আমি বাবা মায়ের ঘরে গেলাম| বাবা মায়ের ঘর থেকে এক অদ্ভুত রকম ক্ষীন আওয়াজ আসছিলো| আমি সেটা অমান্য করে , দরজায় টোকা মারলাম| ভেতর থেকে বাবার বিরক্ত গোলার আওয়াজ পেলাম – “কে?”

আমি ফিস ফিস করে বললাম – “বাবা আমি…”

বাবা একই রকম ভাবে বিরক্ত সহকারে উত্তর দিলো – “এতো রাতে?”

আমি বুঝতে পারছিলাম না বাবাকে এই বাড়ির চারপাশে ঘুরে বেড়ানোর আগন্তুকের ব্যাপারে চেচিয়ে বলবো কিনা| এমন সময়ে মায়ের গোলার আওয়াজ পেলাম , ফিস ফিস করে বলল – “দেখো না কি হয়েছে…. এতো রাত অব্দি তো বাবাই জেগে থাকে না|”

কিছুক্ষণ পর বাবা দরজা খুলল| দেখলাম খালি গায়ে ঘামছে, পরনে বারমুডা যেটা ফুলে রয়েছে আর খাটে মা শুয়ে রয়েছে, শরীরের উপরে একটা চাদর জড়ানো, চুল এলো মেলো,চাদরের নিচে মায়ের দুধ্খানি স্পষ্ট বোঝা যাচ্ছে, মা একটু জোরে জোরে নিশ্বাস নিচ্ছিলো বলে বুক দুটি চাদরের ভেতরে ওঠা নামা করছিলো| মায়ের মুখে হালকা ঘামের চিহ্ন ছিলো এবং কেনো যেনো মনে হচ্ছিলো চাদরের নিচে মা পুরোপুরি উলঙ্গ| মা নিজের মুখের উপর থেকে চুলগুলো সরাতে সরাতে জিজ্ঞেস করলো – “কি হয়েছে বাবাই?”

আমি বললাম – “মা.. কেউ যেনো বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে|”

মা দুশ্চিন্তার চোখে বাবার দিকে তাকালো|বাবা – “তুই ঠিক দেখেছিস….বাবাই”

আমি – “হ্যাঁ বাবা”

বাবা – “চল বাইরে”

বাবা জামা কাপড় পরে বাইরে চলে গেলো| মা আমায়ে বলল – “তুই তোর ঘরে যা আমি আসছি”

আমি আমার ঘরে চলে গেলাম| বাবা চারপাশ দেখে ভেতরে এসে বলল সে কাউকে দেখেনি| আমি বোঝানোর চেষ্টা করতে লাগলাম কেউ যেনো ছিলো বাইরে কিন্তু বাবা বিশ্বাস করলো কিন্তু মা অবিশ্বাস করলো না আমার কথাটা, বাবাকে পুরো পুরি বলে ফেলল – “আমার একদম ভালো লাগছে না এই গ্রামে থাকতে| চলো আমরা কাল ফিরে যাই”

বাবা – “উফ… তুমি সকালের এই সব ঘটনা নিয়ে বেশি ভাবছো|”

পরের দিন স্কুলে আমার সাথে সুমন্তের দেখা হলে , আমি সুমন্তকে এড়াতে লাগলাম| বাড়িতে এসে যখন ঢুকলাম, দেখলাম মা বাগে সব জামা কাপড় গোছাচ্ছে| আমাকে পরে জানালো যে আমাকে আর স্কুলে যেতে হবে না| আমরা দুদিন পর কলকাতায়ে রয়না দেবো| আমারও ভালো লাগলো এই খবর শুনে, কিন্তু সবার থেকে খুশি ছিলো মা কিন্তু মায়েরএই খানিক মানসিক সুখ ছিলো ভাগ্যের নির্মম পরিহাস |

মা জানতো না তার জীবনে কত বড় ঝর আসতে চলছে| মা তখনও বোঝেনি এই দিনটি ছিলো মায়ের পবিত্র হয়ে থাকার এই গ্রামের শেষ দিন| এরপর থেকে কিভাবে আমার মায়ের যৌন শোষণ শুরু হয়ে তা আজও ভাবলে বুক কেপে ওঠে|

এই গল্পের পরবর্তী পর্ব

গল্পটি কেমন লাগলো এবং পরবর্তীতে কোন ক্যাটাগরির গল্প চান? কমেন্ট করে জানান। ধন্যবাদ!

Related Posts

Leave a Comment

error: Content is protected !!